চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়- অস্থিতিশীলতা সৃষ্টি, পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত থেকে ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ডবলমুরিং মডেল থানার গ্রেপ্তারা হলেন- মো. রজমান আলী (২৮), মো. রুবেল (৩৪), আব্দুল মালেক (২৪), জীবন চক্রবর্তী (২১), টুটুল মিয়া (২৪), মো. ইয়াসিন (২০) ও মো. সোহেল (২২)।
এছাড়া বায়েজিদ বোস্তামী থানার গ্রেপ্তাররা হলেন- মো. শহীদুল ইসলাম শহীদ (২২), আহসান হাবীব (২০), মো. রেজাউল (২০), হালিশহর থানার ফয়সাল আবছার জিসান (৩৫), মো. সাব্বির হোসেন (১৯)সহ আরও কয়েকজন।
গ্রেপ্তার অন্যরা হলেন- সদরঘাট ঘাট ও গুদাম শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৪২), কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ (৫০) এবং বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মো. সেকান্দার আলম বাবর (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেএন/এমআর