গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

- Advertisement -

শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের নামা শুলাই এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শনিবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামা শুলাই এলাকায় ফুলবাড়িয়াগামী একটি ট্রাকে সঙ্গে গাজীপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে এক নারী ও দুইজন পুরুষ মারা যান।

নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM