কর্ণফুলীতে সালিস বৈঠকে রক্তাক্ত ছাত্রদল কর্মী,হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা (২নম্বর ওয়ার্ড) চৌ-রাস্তা মোড় এলাকায় সালিস বৈঠকে মো. সোহানুর রহমান প্রকাশ রোকন (২৫) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। আহত সোহানুর রহমান রোকন ওই এলাকার বর্তমান ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বারের ছেলে।

- Advertisement -google news follower

রোকন উপজেলা ছাত্রদলের রাজনীতি করত বলে জানা যায়। আহত রোকন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলার ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রোকনের পিতা ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, শুক্রবার তারাবি নামাজের পরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সালিশি বৈঠক হয়। সেখানে আমি ও আমার ছেলে উপস্থিত ছিলাম।

- Advertisement -islamibank

বৈঠকের শেষের দিকে স্থানীয় মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক ভাড়াটিয়ারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য মাথায় ছুরিকাহত করে। আমার ছেলের মাথায় এখন পর্যন্ত ১৩টি সেলাই হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ইউপি সদস্য আহত রোকনের পিতা নুর মোহাম্মদ মেম্বার।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM