আনোয়ারায় আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাফেজ আহম্মদ ডিলারের পুরাতন বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনে পুড়ে গেছে ৩টি বসতঘর। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন-আবুল হাশেম, আব্দুল মোতালেব ও নুরুন নবী।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সকালে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

- Advertisement -islamibank

এ ঘটনায় কোন হতাহতে ঘটনা না ঘটলেও ৩ বসতঘর পুড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM