বিয়ে করলেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি

অনলাইন ডেস্ক

হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের পর এবার বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি

- Advertisement -

সোমবার (১৭ মার্চ) তিনি তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।

- Advertisement -google news follower

স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।’

স্ট্যাটাসের পাশাপাশি স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ট্যাগ করেছেন তাকে।

- Advertisement -islamibank

ওই আইডিতে ঢুকে দেখা গেছে, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। রাফির সঙ্গে ছবি কাভার ফটো করেছেন জান্নাত। সেখানে ব্যক্তিগত তথ্যে তিনি তার বাড়ি বরিশাল এবং পড়াশোনা করেছেন বরগুনা সরকারি মহিলা কলেজে।

এদিকে, তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন। তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার পারিবারিক ইতিহাসও গৌরবময়। তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

এর আগে, গত ৩১ জানুয়ারি তিনি বিয়ে করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আর গত ১২ অক্টোবর দুপুরে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ সঙ্গে নিজের ছবি পোস্ট করে হাসনাতের বিয়ের কথা জানান সারজিস আলম।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM