কিছু পণ্যের দাম বৃদ্ধি-কিছু কম

প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে আজকের বাজারদর

অর্থনীতি ডেস্ক :

দেশের খাদ্যপণ্যের বাজারে কিছু পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনগুলোর মধ্যে কিছু পণ্যের দাম বৃদ্ধি এবং কিছু পণ্যের দাম কমেছে।

- Advertisement -

মঙ্গলবার (১৮ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফেসবুক পেজ থেকে আজকের বাজারদর তুলে ধরা হয়েছে। ২৪ নভেম্বর থেকে ১৭ মার্চ পর্যন্ত বাজারদরে দেখা গেছে-

- Advertisement -google news follower

নাজিরশাইল দাম বেড়েছে কেজিতে ১ টাকা, মিনিকেট কেজিতে ২ টাকা এবং গুটি চালের দাম কেজিতে ১ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য চাল পাইজাম এবং বিআর ২৮ এর দাম অপরিবর্তিত রয়েছে।প্রধান উপদেষ্টা, ফেসবুক,বাজারদর

ছোলা ও মাসুর ডালের দাম আরও কমেছে। একইসাথে খেসারির দামেও সামান্য কমতি লক্ষ্য করা গেছে। পাইকারি বাজারে ডিমের দাম কমে গেছে এবং খুচরা বাজারে বর্তমানে এক ডজন ডিমের দাম ১১০ টাকা রয়েছে।

- Advertisement -islamibank

এদিকে বড় ব্রয়লার মুরগির দাম কমেছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত মুরগির চাহিদা কম ছিল বলে জানানো হয়েছে। তবে রমজানের কারণে ছোট ব্রয়লার মুরগির চাহিদা বেড়েছে।

অন্যদিকে বোতলজাত তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে। খোলা সয়াবিন এবং পাম তেলের দাম পাইকারি পর্যায়ে আরও কমেছে। যা খুচরা দামে কমার দিকে নিয়ে এসেছে।প্রধান উপদেষ্টা, ফেসবুক,বাজারদর

বাজারের নজরদারি এবং সরবরাহের উন্নতির কারণে দাম কমে এসেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

এতে আরও বলা হয়, বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। স্থানীয় প্রজাতির পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়ানোর পাশাপাশি দাম স্থিতিশীল রয়েছে।

নতুন পেঁয়াজের মৌসুম শুরু হওয়ায় দাম নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM