চালের বস্তায় মিললো ৪০ হাজার ইয়াবা,আটক ১

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজার-টেকনাফ সড়কের লাগুয়া ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে অভিযান পরিচালনা করে বড় একটি ইয়াবার চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযনিক দল।

- Advertisement -

অভিনব কৌশলে চালের বস্তায় করে ইয়াবা পাচারের খবরে বিশেষ অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।

- Advertisement -google news follower

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ৭টার দিকে পরিচালিতে অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ রুহুল আমিন (৩০) নামে এক যুবককেও আটক করা হয়। আটক রুহুল আমিন উখিয়া বালুখালীর মৃত বদিউর রহমানের ছেলে।

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

- Advertisement -islamibank

তিনি জানান, পাকারকারীরা একটি ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুত করার জন্য নিয়ে যাচ্ছে, এমন সংবাদ পান তারা।

এর ভিত্তিতে সন্ধ্যায় বালুখালী ক্যাম্পের প্রবেশমুখে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশির একপর্যায়ে টমটমে চালের বস্তার ভিতর অভিনব কায়দায় পাচারের সময় ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM