অসচ্ছল রোজাদারদের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত: মেয়র

অনলাইন ডেস্ক

বিত্তবানদের অসচ্ছল রোজাদারদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগা’র ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান পাহাড়তলী কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ওয়াকিল চৌধুরী বগা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

- Advertisement -

এসময় আরো উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার ,মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শাহাব উদ্দিন, বিল্লাল হোসেন বাবু, মনির হোসেন ইমন,আল আমিন মিয়া, সাঈদুর রহমান ইসমাইল বাবু, রকি হোসেন, জামাল।

- Advertisement -google news follower

এসময় মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, “রমজান হলো আত্মসংযম ও ইবাদতের মাস। এ মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অর্থনৈতিকভাবে অস্বচ্ছল রোজাদারদের সহায়তার জন্য এগিয়ে আসতে হবে, যেন তারা সহজেই রোজা রাখতে পারে।”

তিনি আরো বলেন, আমরা সবসময় জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির দলের মূল কাজ হচ্ছে জনগণের পাশে থাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল করোনার সময় আমরা কাজ করেছে। হাজার হাজার মানুষকে দুঃসময় সাহায্য করেছে। এখনো বিএনপি ক্ষমতায় নেই। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসবে আমরা জনগণের পাশে আরো বেশি বেশি থাকবো। আমি হয়তোবা আল্লাহর অসীম রহমতে আপনাদের দোয়ায় মেয়র হয়েছি। কিন্তু বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিককে একটা হেলথ কার্ড দেয়ার চিন্তা আছে আমাদের এবং এই কার্ডগুলো আমরা যদি আপনাদেরকে নিশ্চিত করতে পারি তাহলে আমরা জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করতে পারবো।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM