কর্ণফুলীতে ১৬ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ড কেন্দুয়ার গোষ্ঠী বাড়িতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

- Advertisement -

মঙ্গলবার (১৮ মার্চ) দিনগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনায় অভিযুক্ত যুবক নাছির উদ্দীন মুন্না (২২)কে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

- Advertisement -google news follower

অভিযুক্ত নাছির উদ্দিনের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলায় হলেও তার পরিচয়পত্রে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর হামজারবাগ কলোনীর ঠিকানা উল্লেখ রয়েছে।

স্থানীয় সূত্রে ও তথ্যে জানা যায়, কিশোরীর পরিবারের স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার গোয়ালনগর ইউনিয়নের ধলিয়ারচর হলেও, বর্তমানে তারা খোয়াজনগর গ্রামে বসবাস করছেন।

- Advertisement -islamibank

মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে কিশোরীর পরিবারের কেউ বাসায় না থাকার সুযোগে যুবক বাড়িতে প্রবেশ করেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করে স্থানীয় ইউপি সদস্য মো. তাহেরের মাধ্যমে পুলিশে খবর দেন।

পরে কর্ণফুলী থানা পুলিশের এসআই মো. কামরুজ্জামান টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। এসময় স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে তীব্র ক্ষোভ প্রদর্শণ করলে পুলিশ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি জানান, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে ভিকটিম ও অভিযুক্ত ধর্ষক দুজনই থানায় রয়েছে।

এ ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM