চট্টগ্রামের আনোয়ারায় নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ রাইয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাহালাম মিয়ার নতুন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু ইউনিয়নের মেহের বাপের নতুন বাড়ির মোহাম্মদ রাসেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির আঙিনায় খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।
পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলের দিকে একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জেএন/পিআর