চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা নিয়ে দ্বন্ধে ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িতদের বসতঘর ভাঙচুরের পর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌণে ৮টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা গ্রামের হাশেম ভেন্ডারের বাড়ী ও মাহাতা কর মিয়ার বাড়ীতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
স্থানীয় কয়েকজন জানান, মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে নিহত মানিকের জানাজা নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামি মো. রাসেল (৩৬) ও মো. নয়ন (৩২)’র বসতঘর ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।
পরে আগুন লাগার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ জানান, আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
অপরদিকে বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিদর্শণ করেছে আনোয়ারা থানা পুলিশের টিম।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে বিক্ষুদ্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাছাড়া এলাকায় বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি জেরে স্থানীয় যুবক মোহাম্মদ মানিক (৩২)কে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এঘটনায় নিহতের বড় ভাই মো. বাবু প্রকাশ বাবুল (৩৮) বাদী হয়ে মো. রাসেল (৩৬), মো. নয়ন (৩২)সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
জেএন/পিআর