চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পূর্ব কোদালায় কর্ণফুলী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ শিশু মোহাম্মদ শাকিল (১২)’র নিথর দেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের দুদিন পর বুধবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে নদীর শিলক ডংখাল স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়।
মোহাম্মদ শাকিল উপজেলার পূর্ব কোদালা মোহাম্মদপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং রাইখালী সুলতানিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
জানা যায়, গত সোমবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায় শাকিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে ফায়ার বিগ্রেডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
ডুবুরি টিম সোমবার সন্ধ্যা পর্যন্ত ও মঙ্গলবার এলাকাবাসীর সহযোগীতায় স্বজনরা নদীর আশেপাশে তল্লাশি চালালেও তার কোন খোঁজ মেলেনি।
আজ বুধবার সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের একটি টিম এসে ভাসমান অবস্থায় শিশু শাকিলের নিথর দেহটি উদ্ধার করে।
তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহেদুর রহমান।
জেএন/পিআর