ট্রেনযাত্রী বিপ্লবের কাছে এত জালনোট এল কোত্থেকে?

অপরাধ ডেস্ক

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রী আব্দুর রহিম বিপ্লব (২২)’র কাছ থেকে ৪৭টি জাল নোট উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

- Advertisement -

জানা গেছে, মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ট্রেনটি দোহাজারী রেলওয়ে স্টেশন অতিক্রমকালে গোপন সোর্সের খবরে অভিযান শুরু করে পুলিশ।

- Advertisement -google news follower

গভীর রাতে ট্রেনটির ‘ড’ বগির টয়লেটের সামনে যাত্রী বিপ্লবকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশী করা হয়। এসময় তার কাছে ১০০ টাকার মূল্যমানের ৪৭টি জাল নোট পাওয়া যায়।

এ ঘটনায় যাত্রী বিপ্লবকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার বিপ্লব ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ধুলিরকান্দা এলাকার বাসিন্দা।

- Advertisement -islamibank

পরে রেলওয়ে থানার এসআই বিশ্বজিৎ পাল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারা অনুযায়ী মামলা দায়ের করেন।

মামলার তথ্য নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করেছি তার কাছে এত জালনোট এল কোত্থেকে? কোন উত্তর পাইনি।

এসআই সোহরাব হোসেনকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে কোনো জালটাকা চক্রের যোগাযোগ আছে কি না, তা তদন্ত করে দেখবে এসআই সোহরাব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM