জেলা প্রশাসনের পৃথক অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকিতে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসনের টিম।

- Advertisement -

জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার (১৯ মার্চ) বেলা আড়াইটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পৃথক অভিযানে মোট ৭টি মামলায় এক লক্ষ তিন হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়।

- Advertisement -google news follower

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য আইন কর্তৃপক্ষের সদস্যদের তথ্যের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি (ল্যান্ড) সদর সার্কেলের ইমরান-মাহমুদ-ডালিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

- Advertisement -islamibank

এরমধ্যে লাইসেন্সের শর্তভঙ্গ করে অস্বাস্থ্যকর পরিবেশে জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদ্ধতিতে সেমাই তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, একই অপরাধে অপর এক প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা এবং খাবারে কাপড়ের রঙ ব্যবহারসহ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য বিক্রি করার অপরাধে এক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কাট্টলি রাজস্ব সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর অধীনে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়াও বিকেল ৪টার দিকে চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জাহান সিকদার ও রাইয়ান ফেরদৌস।কোতোয়ালী

অভিযানে মূল্য তালিকা প্রদশর্ন না করা, পাকা রশিদ সংরক্ষণ না করাসহ নানান অসংগতি ও অনিয়মের জন্য কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ৩ মামলায় মোট তিন হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জানান, জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করার পাশাপাশি ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয় এবং বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM