শ্রমিকদের বেতন-বোনাস ২৫ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ ডিসির

অনলাইন ডেস্ক

গার্মেন্টসসহ বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-বোনাস আগামী ২৫ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম।

- Advertisement -

মঙ্গলবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতসহ শিল্প প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও গুরুত্বারোপ করেন ডিসি।

- Advertisement -google news follower

অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ.কে.এম গোলাম মোর্শেদ খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক শিপন চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, ৩০টি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM