২৯ বছর পর আগের নামেই ফিরল ‘জিয়া উদ্যান’

অনলাইন ডেস্ক

ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের নাম জিয়া উদ্যান পুনর্বহাল করেছে অন্তর্বর্তী সরকার।

- Advertisement -

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

- Advertisement -google news follower

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টা পরিষদ বৈঠকে ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরে বাংলা নগর, ঢাকায় অবস্থিত চন্দ্রিমা উদ্যানের পরিবর্তিত নামকরণ জিয়া উদ্যান পুনর্বহাল করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে জানানো হয়।

- Advertisement -islamibank

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ‘জিয়া উদ্যান’র নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখে। তবে সেই নাম বদলে এবার আগের নামেই এই উদ্যানের নামকরণ করা হলো।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM