চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোসলেম মিয়া ওরফে মোসাল্লীয়া প্রকাশ মশ্যাইল্যা (৫২)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মশ্যাইল্যা (৫২) উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের আল আমিনপাড়ার বাসিন্দা।
তার বিরুদ্ধে ৫ হত্যা মামলা ছাড়াও ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ আরও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গণমাধ্যমে পাঠানো র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, মোসলেমের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলার পরোয়ানা ছিল।
গোপন সোর্সের খবরে তার অবস্থান নিশ্চিত হয়ে রাজানগর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালে রাণীরহাট বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যার পর থেকে তিনি এলাকা ছেড়ে চলে যান। দেশের পট পরিবর্তন হলে এলাকায় ফিরে মোসলেম।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি মশ্যাইল্যাকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।
জেএন/পিআর