লি‌বিয়া থেকে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি

প্রবাসী ডেস্ক :

লিবিয়ার অব্যাহত প্রচেষ্টা এবং আইওএম এর সহায়তায় বেনগাজী থেকে বিপদগ্রস্ত আরও ১৬১ বাংলাদেশি আজ বৃহস্প‌তিবার (২০ মার্চ) সকালে দেশে ফিরছেন।

- Advertisement -

এ ছাড়াও আগামী ২৬ মার্চ দেশ‌টি থেকে আরও ১৬০ জনের মতো বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।

- Advertisement -google news follower

স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) রাতে ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অব্যাহত প্রচেষ্টা এবং আইওএমের সহায়তায় বেনগাজী থেকে বিপদগ্রস্ত ১৬১ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (ইউজেড২২২) বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর হতে ১৯ মার্চ ২০২৫ বিকেল সাড়ে ৫টায় উড্ডয়ন করেছে এবং বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।

এছাড়াও আগামী ২৬ মার্চ লিবিয়া থেকে আরেকটি ফ্লাইটে আনুমানিক ১৬০ বাংলাদেশিকে নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দুতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM