ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই নিজামপুর পুলিশ তন্দন্ত কেন্দ্র এলাকায় প্রাইভেটকার নিয়ে ডাকাতির উদ্দ্যেশে ওৎ পেতে ছিলেন সংঘবদ্ধ একটি ডাকাতচক্র।
তবে স্থানীয়দের সচেতনতা ও পুলিশের দুরদর্শীতায় ডাকাতির আগেই প্রাইভেটকারসহ সংঘবদ্ধ চক্রটির ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশিয় তৈরি অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে এসব সরঞ্জামসহ তাদের আটক করে থানা পুলিশ।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন, ফেনী জেলার লেমুয়া এলাকার মৃত হরেন্দ্র দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৪৫), চট্টগ্রামের সিতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন জাফর (২৫), একই উপজেলার ভাটিয়ারী সিডিএ এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫) ও কুমিল্লা জেলার মাধবপুর এলাকার ফুল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২১)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাত দলের সদস্যদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
জেএন/পিআর