নাটকীয় জয়ে খরা কাটলো ব্রাজিলের

খেলাধুলা ডেস্ক :

বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে ড্র করে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার পথেই ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ বাঁশি বাজবে বাজবে অবস্থায় চলছিল খেলা।

- Advertisement -

এমন মুহূর্তে যেন ত্রাণকর্তা হিসেবে দেখা দিলেন ভিনিসিউস জুনিয়র। ৯৮তম মিনিটে ভিনিসিউসের পা থেকে আসে দারুণ এক গোল। এতে নাটকীয় জয় পায় ব্রাজিল।

- Advertisement -google news follower

বাংলাদেশ সময় আজ শুক্রবার (২১ মার্চ) ঘরের মাঠে ২-১ ব‍্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের দল। এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল।

১৩ ম্যাচে ৬ জয়ে ২১ পয়েন্ট এখন সেলেসাওদের। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

- Advertisement -islamibank

১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে। কলম্বিয়ার বিপক্ষে সবশেষ দুই ম্যাচে জয় ছিল না ব্রাজিলের। ছিল একটি হার এবং এক ড্র। অবশেষে খরা কাটলো নাটকীয় জয়ে।

ম্যাচে অবশ্য দাপট দেখিয়েছে ব্রাজিলই। কলম্বিয়ার ১০ শটের বিপরীতে তারা নেয় ১৭ শট। ব্রাজিলের ৭টি ছিল লক্ষ্যে, কলম্বিয়ার ৩টি। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলেই শুরু করে ব্রাজিল। ম্যাচের প্রথম মিনিট থেকেই গতিময় ও পাসিং ফুটবলে উপহার দেয় দরিভালের দল।

চতুর্থ মিনিটে রাফিনহার পাস ধরে দারুণভাবে কলম্বিয়ার বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। বক্সের ভেতর ভিনিকে থামাতে গিয়ে ফাউল করেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা।

পিছিয়ে পড়া কলম্বিয়া নিজেদের গুছিয়ে নিয়ে কয়েকবার আক্রমণে যায়। শুরুর কয়েকটি আক্রমণ তেমন কার্যকর না হলেও ৪১ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় অতিথিরা।

দারুণ এক আক্রমণ থেকে ব্রাজিলের ডিফেন্সের প্রতিরোধ ভেঙে দেয় কলম্বিয়া। অসাধারণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান লিভারপুল তারকা ‍লুইস দিয়াজ।

বিরতি থেকে ফিরে ফের আক্রমণে মনোযোগ দেয় ব্রাজিল। কলম্বিয়াও চেষ্টা করেছে এগিয়ে যেতে। তবে গোল পাচ্ছিল না কোনো দলই।

ম্যাচ যখন শেষের পথে, তখন ডেডলক ভাঙেন ভিনিসিয়ুস। যোগ করা সময়ের অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ব্রাজিলকে নাটকীয় জয় এনে দেন রিয়াল তারকা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM