মাঝ পথ থেকে ঢাকায় ফিরে এলো লন্ডনগামী বিমানের ফ্লাইট

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় মাঝ পথ থেকে ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

- Advertisement -

শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -google news follower

তিনি জানান, ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে থাকে।আজ (শুক্রবার) সকাল ৮টা ৪২ মিনিটে বিমানের বিজি-২০১ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল ৯টা ৬ মিনিটে।সেখান থেকে সকাল ১০টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। কিন্তু হিথ্রো বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মাঝ পথ থেকে সেটি দুপুর পৌনে ২টায় শাহজালাল বিমানবন্দরে ফেরত আসে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, লন্ডনের ওই ফ্লাইটে পাইলট ও কেবিন ক্রুসহ ২৬৭ জন আরোহী রয়েছেন। ঢাকায় অবতরণের পর যাত্রীদের একটি হোটেলে রাখা হয়েছে।

- Advertisement -islamibank

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শুক্রবার সারা দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় হিথ্রো বিমানবন্দর।ইউরোপের ব্যস্ততম এই বিমানবন্দর জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহের একটি সাবস্টেশনে আগুন লাগার কারণে ‘গুরুতর’ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।ওই কেন্দ্র থেকেই বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

হিথ্রো বিমানবন্দর সামাজিক যোগযোগমাধ্যম এক্স পোস্টে জানিয়েছে, ‘আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তার জন্য হিথ্রো রাত (শুক্রবার) ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।’

পোস্টে আরও বলা হয়েছে, ‘যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ’

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানবন্দর বন্ধের কারণে কমপক্ষে ১ হাজার ৩৫১টি ফ্লাইটের বিপর্যয় ঘটবে।

হিথ্রোর একজন মুখপাত্র বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা আমরা এ মুহূর্তে বলতে পারছি না। তবে পরিস্থিতি সামাল দিতে আমাদের কর্মীরা কঠোর পরিশ্রম করছেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM