আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে চট্টগ্রামে নগরীর নিউমার্কেট এরাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে ছাত্র-জনতা।
বিক্ষোভ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র-জনতা বলেন, অনেক রাজনৈতিক দল ও ব্যক্তি আওয়ামী লীগকে নানাভাবে পুনর্বাসনের চেষ্টা করছে। জুলাই শহীদদের রক্তের উপর দাড়িয়ে যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে তাদের বাংলার জনগণ মেনে নেবে না।
বক্তারা বলেন, গণহত্যার দায়ে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।
জেএন/এমআর