ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কুসুমবাগ আবাসিক এলাকায় ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ ছাড়া আরও একজন ছুরিকাহতসহ চারজন আহত হয়েছেন।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী ও নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলামের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

গুলিবিদ্ধ দুজন হলেন জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। তারা শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত। আর ছুরিকাঘাতে আহত হন রমিজ দারোয়ান। তিনি শরিফুলের অনুসারী। অপর জন আনোয়ার হোসেন মোনা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

- Advertisement -islamibank

এই ঘটনার পরপরই খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান কাওসারকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, ‘খুলশী থানার ওসিকে প্রত্যাহার এবং কোতয়ালী থানা পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেনকে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।’

সংঘর্ষের কারণে প্রত্যাহার করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বদলি একটি সাধারণ প্রক্রিয়া। যেকোনো সময় যে কাউকে প্রত্যাহার করা হতে পারে।’

একাধিক সূত্র জানিয়েছে, সংঘর্ষের পর ওয়্যারলেসে সিএমপি কমিশনার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের আদেশ দেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM