মিমি সুপারে দেশি পোশাককে বিদেশি বলে বিক্রি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীতে দেশি পোশাককে বিদেশি বলে উচ্চ দামে বিক্রি, অপরিচ্ছন্ন ও ইঁদুরের গন্ধযুক্ত পরিবেশে ইফতার বিক্রি ও অননুমোদিত প্রসাধনী বিক্রিসহ নানান অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

শনিবার (২২ মার্চ) নগরীর মিমি সুপার মার্কেটে অভিযান চলাকালে কাপড়, প্রসাধনী ও খাবারের দোকানে এসব অনিয়ম ধরা পড়ে।

- Advertisement -google news follower

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।

অভিযানে দেশি পোশাককে বিদেশি বলে উচ্চমূল্যে বিক্রি করলেও ক্রয় ভাউচার দেখাতে না পারায় মিমি সুপার মার্কেটে অবস্থিত ‘ELE’ কে ৫০ হাজার টাকা, একই কারণে ‘আকর্ষণ’ কে ২৫ হাজার টাকা, একই মার্কেটে অবস্থিত মিসেস সাথী স্টোরে অননুমোদিত প্রসাধনী বিক্রি করায় ৮ হাজার টাকা এবং মিমি সুপার মার্কেট সংলগ্ন ইফতার বাজারে অপরিচ্ছন্ন ও ইঁদুরের গন্ধযুক্ত পরিবেশ এবং দুগ্ধজাত খাদ্যে মেয়াদ না থাকায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

- Advertisement -islamibank

জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, আজকের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং এরূপ ভোক্তা অধিকার বিরোধী সকল কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে সকলকে সচেতন করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM