আনোয়ারা তৈলারদ্বীপে আগুনে পুড়েছে ২ বসতঘর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় মোহাম্মদ কামাল ও মোহাম্মদ টিপুর বসতঘরে আগুন লেগেছে।

- Advertisement -

শনিবার (২২ মার্চ) বিকেলে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে দুই পরিবারই মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে যায়।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানান, বিকেলে কামাল ও টিপুর বসতঘরে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। দ্রুত এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ওই দুই পরিবারের বসতি ভস্মীভূত হয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ মুজিবুর জানান, আগুন লাগার খবর পেয়ে দমকল টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই দুই বসতঘর পুড়ে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisement -islamibank

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় দেড় লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM