বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তির আওতায় থাকা নারী ফুটবলাররা পাঁচ বছর বিয়ে করতে পারবেন না বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন।
যদিও বর্তমান ক্যাম্পে থাকা অনেক নারী ফুটবলারের বয়সই ১৫-১৮। রাষ্ট্রীয় আইন অনুযায়ী ১৮ বছর ও তার ঊর্ধ্ব বয়সী মেয়েরা বিয়ে করতে পারবে। কিন্তু রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন বাফুফের এই কর্মকর্তা।
মাহফুজা আক্তার কিরন বলেন, চুক্তির আওতায় থাকা নারী ফুটবলাররা পাঁচ বছর বিয়ে করতে পারবেন না। এমনকি কয়েকদিনের মধ্যে ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের অভিভাবকদের ডেকে এনে আরো কিছু শর্তাবলি যুক্ত করে চুক্তি সই করানোর পরিকল্পনা করছে বাফুফে।
তবে এ ব্যাপারে মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদিকা ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা বলেন, একটা সাধারণ নির্দেশনা থাকতে পারে। তবে কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা কোনো সংস্থারই উচিত নয়।