আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে ঈদ উপহার দিল র‌্যাব

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের বিভিন্ন উপকূলীয় এলাকায় ২০১৮, ২০ ও ২২ সালে আত্মসমর্পণকৃত ১২৭ জন জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব।

- Advertisement -

রবিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে বাঁশখালী উপজেলা পরিষদ হল রুমে র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

এর আগে আত্মসমর্পণ করা এসব আলোর পথের অভিযাত্রীদের সঙ্গে র‌্যাবের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হচ্ছে। র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে তাদেরকে তদারকি করা হয়।

- Advertisement -islamibank

তাদের কাছে বার্তা দিতে চাই যারা সুস্থ জীবনে ফিরে এসেছে তাদের পাশে সবসময় থাকবো। তাদের মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি। তাদেরকে আহ্বান জানাচ্ছি, যেন পূর্বের জীবনে ফিরে না যায়।’

এ সময় আরও উপস্থিত র‍্যাব-৭ এর উপ পরিচালক মেজর সাদমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM