হাটহাজারীতে ৬৩৮০ কার্টন ভারতীয় সিগারেটসহ আটক ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় বিপুল পরিমাণ সিগারেটসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -

রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সোর্সের খবরে উপজেলার আমান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় সিগারেটসহ তাদের আটক রা হয়।

- Advertisement -google news follower

অভিযানে সিগারেট পরিবহনের একটি পিকআপও জব্দ করা হয়। আটককৃতরা হলেন মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। দুজনই রাঙামাটি জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমান বাজার এলাকার আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ৬৩ হাজার ৮শ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেটসহ দুজনকে আটক করা হয়েছে। এসব সিগারেটের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

- Advertisement -islamibank

উদ্ধার করা সিগারেট ও জব্দ পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM