চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে জাফর আলম নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সন্ধার পর এ ঘটনা ঘটে।
এদিকে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে স্ত্রী তার স্বামীকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। অপরদিকে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন ব্যাংক কর্মকর্তার স্ত্রী রোমানা আক্তার।
পুলিশ বলছে দুইপরিবারের ভিন্ন ভিন্ন মত পেয়েছি। আপাতত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
জানা গেছে, নিহতের দুইটা সন্তান রয়েছে। জাফর আলম আল আরাফাহ ব্যাংকের নগরের কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি। মা-বাবা দেশের বাইরে রয়েছেন। আর তার স্ত্রী রোমানার বাড়ি পটিয়ায়।
মৃত জাফর আলমের এক আত্মীয় বলেন, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে অনেক দিন যাবত অমিল রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো তাদের মধ্যে। তার স্ত্রীর পরিবার প্রায় সময় মারার হুমকি দিতো।
আমাদের মনে হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে। তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। আমরা মামলা করবো।
এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার উদ্দিন বলেন, ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। সুরতহালে তেমন আঘাতের চিহ্ন দেখা যায়নি।
প্রাথমিকভাবে হত্যার আলামত না পাওয়ায় আপাতত হত্যা মামলা নেওয়া হয়নি। তবে ময়নাতদন্ত সাপেক্ষে সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটিত হবে।
জেএন/পিআর