জামিন পেলেন ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক

দেশজুড়ে ডেস্ক :

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলা ও হট্টগোলের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক আক্তার হোসেন জামিন পেয়েছেন।

- Advertisement -

আজ রোববার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে মহানগর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত থেকে জামিন পান তিনি।

- Advertisement -google news follower

এদিন, আক্তারের জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালতের বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন শাহপরান থানার জিআরও শামীমা আক্তার।

এর আগে, রোববার ভোরে সিলেট সদর উপজেলার হাউসা গ্রাম থেকে আক্তারকে গ্রেপ্তার করে মহানগরীর শাহপরান (রহ.) থানা পুলিশ।

- Advertisement -islamibank

আক্তারসহ ১৫-২০ জনের বিরুদ্ধে গতকাল শনিবার রাতে শাহপরান থানায় এনসিপি ইফতার মাহফিলে হামলা ও হট্টগোলের অভিযোগে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্ত। এতে সাতজনের নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর আক্তার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব, নাইম শেহজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার কমিটি অনুমোদন করে সংগঠনটির তৎকালীন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM