পাকিস্তানের বিপক্ষে কিউইদের রেকর্ড গড়া জয়

খেলাধুলা ডেস্ক :

নতুন দল নিয়ে টি-২০ সিরিজ খেলছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটিতে সহজেই জয় তুলে নেয় স্বাগতিক কিউইরা।

- Advertisement -

তৃতীয় ম্যাচে হাসান নওয়াজের সেঞ্চুরিতে ৯ উইকেটে জেতে পাকিস্তান। চুতুর্থ ম্যাচে অবিশ্বাস্যভাবে পরাস্ত পাকিস্তান। ১১৫ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে (৩-১) নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

- Advertisement -google news follower

এই পরাজয় আবার রানের হিসেবে টি-টোয়েন্টিতে পাকিস্তানের ইতিহাসে সর্বনিম্ন! আগের রেকর্ডটি ছিল ৯৫ রানের। ৯ বছর আগে কিউইদের বিপক্ষেই ওয়েলিংটনে এই ব্যবধানে হার দেখেছিল পাকিস্তান।

রোববার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান তোলে নিউজিল্যান্ড। টপ অর্ডারে দলটির চার ব্যাটারই রান পান।

- Advertisement -islamibank

এর মধ্যে ওপেনার টিম শেইফার্ট ২২ বলে ৪৪ রান করেন। তিনটি চার ও চারটি ছক্কা মারেন তিনি। অন্য ওপেনার ফিন অ্যালেন ২০ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ছয়টি চারের সঙ্গে তিনটি ছক্কা আসে।

তিনে নামা চাপম্যান ১৬ বলে ২৪ ও চারে নামা ড্যারেল মিশেল ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলেন। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ২৬ বলে ৪৬ রান যোগ করেন। পাঁচটি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন তিনি। জবাবে ১৬.২ ওভারে ১০৫ রানে অলআউট হয় পাকিস্তান।

সফরকারী দল ৯ রানে ৩ উইকেট হারায়। ওপেনার হারিস ২, নওয়াজ ১ ও অধিনায়ক সালমান আঘা ১ রান করে সাজঘরে ফিরে যান। চারে নামা ইরফান খান ২৪ ও লোয়ার মিডলের আব্দুস সামাদ ৪৪ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ৪টি ও জাকারি ফলকেস ৩ উইকেট নেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM