ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের লামা সদর ইউনিয়নের পশ্চিম লাইনঝিরি এলাকায় তার নিজ বাড়িতে আমজাদ হোসেন (২৮) নামে এক যুবক ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

- Advertisement -

সোমবার (২৪ মার্চ) ভোরে অথবা রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। নিহত আমজাদ ওই এলাকার মুক্তিযোদ্ধা মৃত রজ্জব আলীর ছেলে।

- Advertisement -google news follower

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বেসরকারি সংস্থার (এনজিও) ঋণের টাকা পরিশোধের চাপে ওই যুবক আত্মহত্যা করেছেন।

নিহতের বড় ভাই আজগর আলী জানান,সোমবার সকালে আমরা কাজে যাওয়ার সময় ছোট ভাইকে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ পাওয়া যায় না।

- Advertisement -islamibank

পরে গ্রামের কয়েক জন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে ডুকে দেখি আমার ভাই আত্মহত্যা করেছে।

তিনি বলেন,গত প্রায় ১৫ দিন ধরে শক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিওর ম্যানেজার তাদের ঋণের টাকা পরিশোধের জন্য আমার ভাইকে নানান ভাবে চাপ প্রয়োগ করে আসছিল।

গতকালও ঋণের কিস্তি পরিশোধ করার কথা ছিল। এ ছাড়া আমার ভাইয়ের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না।

লামা থানার অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM