জুলাই আন্দোলনে আহতদের পাশে সব সময় থাকবে সেনাবাহিনী

জাতীয় ডেস্ক :

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

- Advertisement -

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান, তাদের মনোবল হারানোর কিছু নেই। সেনাবাহিনী তাদের পাশে থাকবে।’

- Advertisement -google news follower

রোববার (২৩ মার্চ) সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪২০০ জন জুলাই আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। এ সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে বলেও জানান তিনি।

- Advertisement -islamibank

সেনাপ্রধান বলেন, ‘আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন।’

জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM