ঈশানের সেঞ্চুরিতে রাজস্থানকে ধরাশায়ী করলেন হায়দরাবাদ

খেলাধুলা ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম শতকের দেখা পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ঈশান কিষান।

- Advertisement -

রোববার (২৩ মার্চ) রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে এ কীর্তি গড়েন তিনি।

- Advertisement -google news follower

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে স্বাগতিকরা। দলীয় ৪৫ রানে অভিষেক শর্মা সাজঘরে ফিরলে ক্রিজে আসেন ঈশান। প্রথম থেকেই মারমুখী ভঙ্গিমায় ব্যাট চালাতে থাকেন এই ব্যাটার।

এদিকে ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে ডাবল নিয়ে ৪৫ বলে তিন অঙ্কের রানে পৌঁছান ঈষান। শেষ পর্যন্ত ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি।

- Advertisement -islamibank

দুর্দান্ত এই ইনিংসে তার ব্যাট থেকে আসে ১১টি চার ও ৬টি ছয়ের দৃষ্টিনন্দন একেকটি শট। রেকর্ড গড়ার এই দিনে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভার শেষে রেকর্ডগড়া ২৮৬ রান তোলে।

জবাবে ভালোই টক্কর দেয় রাজস্থান রয়্যালস। অবশেষে ২৪২ রানে থামতে হয় তাদের।

৪৪ রানে জয়ী হয়েছে হায়দরাবাদ। ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকা ঈশান কিষান ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM