কক্সবাজারে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

কক্সবাজারের ঈদগাঁও খালের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বাহার ছড়ার মজা খাল থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

- Advertisement -

নিহতরা হলো, রিয়া মনি, তছলিমা, মরিয়ম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান।

- Advertisement -google news follower

তিনি বলেন, “বাহার ছড়ার বাসিন্দা জাফর, মনছুর ও ইউছুফের তিন মেয়ে মিলে দুপুরের দিকে বিলের মজা খালে শাক তুলতে যায়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা ফিরে না আসায় রাতে অভিভাবকসহ স্থানীয়রা খুঁজতে বের হন। এরপর খালের পানিতে ভাসমান অবস্থায় তিন শিশুর লাশ উদ্ধার করেন তারা। নিহত রিয়া মনি, তছলিমা ও মরিয়মের আনুমানিক বয়স আট থেকে ১২ বছরের মধ্যে হবে ও পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।”

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM