স্টেশনে থাকবে না মই-টুল : রেলপথ সচিব

অনলাইন ডেস্ক

আগামী ২৭ মার্চ থেকে রেলপথের যাত্রায় মূল ভিড় শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, এই ভিড় চলবে গার্মেন্টস ছুটির দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত। এসময়ে যেন কেউ ট্রেনের ছাদে চড়তে না পারে সেজন্য স্টেশন এলাকায় ২৭ তারিখ থেকে কোনো মই ও টুল দেখতে পাবেন না।

- Advertisement -

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে ঈদে ট্রেন ও যাত্রীর নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

- Advertisement -google news follower

ফাহিমুল ইসলাম বলেন, বিনা টিকিটের যাত্রীদের ভ্রমণ থেকে বিরত রাখতে দেশের প্রধান প্রধান স্টেশনগুলোতে তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা স্টেশনের আশেপাশে বেশ কয়েকটি পকেট গেট রয়েছে, যেসব গেট দিয়ে মূলত বিনা টিকিটের যাত্রীরা সুযোগ নিয়ে থাকে। আমরা আমাদের তিন বাহিনীকে বিশেষভাবে অনুরোধ করেছি, সেই পকেট গেটগুলোতে তারা শক্তভাবে অবস্থান করে দায়িত্ব পালন করতে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলার বিষয়টি রেলের ক্ষেত্রে ঈদের সময় খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা রেলওয়ে স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, রাজশাহী ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। তারা রেলওয়ে যাত্রীদের নিরাপদ ভ্রমণের বিষয়টি নিশ্চিতে কাজ করছেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ঈদযাত্রার বিষয়টি দেখভাল করার জন্য মন্ত্রণালয় থেকে দুইজন অতিরিক্ত সচিবকে দুই অঞ্চলে রাখা হয়েছে।

- Advertisement -islamibank

টিকিট কালোবাজারির প্রশ্নে রেলপথ সচিব বলেন, ফেসবুকে দেখা যায় টিকিট পাওয়া যাচ্ছে এমন অনেক পোস্ট আছে। কিন্তু সাধারণ যাত্রীরা অনেকে যোগাযোগ করে প্রতারিত হচ্ছেন। এ বিষয়টি আমরাও ফেসবুকে সার্চ করে পেয়েছি। সেগুলোর স্ক্রিনশট নিয়ে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করি। তখন তারা সেই বিষয়ে ব্যবস্থা নেয়। আমরা কখনো কখনো বিটিআরসিকে লিস্ট করে দেই এই পেজ থেকে প্রতারণা করা হচ্ছে। তারপরে তারা সেই পেজগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেয়।

তিনি বলেন, আমাদের নির্দেশনা রয়েছে ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে না। আজকে এটা নিয়ে মিটিংয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। অতীতে এখানে মই নিয়ে ট্রেনের ছাদে উঠতে দেখা গেছে। টুল দিয়ে দেওয়াল পার হতে দেখা যাচ্ছে। আমরা বিশেষভাবে বলেছি, স্টেশন এলাকায় মই ও টুল যেন না থাকে। আমরা আশা করব আগামী ২৭ তারিখ থেকে স্টেশনে মই ও টুল দেখতে পাবেন না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ প্রমুখ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ