হাসপাতালে তামিমকে দেখে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক

সাভারের কেপিজে হাসপাতাল থেকে তামিম ইকবাল এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে। নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই মঙ্গলবার (২৫ মার্চ) রাতে তাকে ঢাকায় আনা হয়েছে। এরপর তামিমকে দেখতে রাত ১০টার পরপরই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সময়ে সেখানে হাজির হন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও।

- Advertisement -

উপস্থিত হন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। তামিমকে দেখে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা। পরে তামিমের সবশেষ অবস্থা নিয়ে বলেন, আশা করি উনি দ্রুত রিকভার করবেন। মেন্টালি যে শক্তি দেখলাম, তারপর উনার পরিবারের সঙ্গে কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন এবং ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

- Advertisement -google news follower

এর আগে মঙ্গলবার রাত ৮টা ৩৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায় তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স। পরে তাকে হাসপাতালের সিসিউ বিভাগে রাখা হয়েছে বলে জানা গেছে। কেপিজে হাসপাতালের মতো রাজধানীর এই চিকিৎসাকেন্দ্রের বাইরেও ভিড় জমিয়েছেন তামিমের সমর্থকরা।

এদিকে ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমানও রাতে তামিমকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেশের বাইরে নেওয়ার জন্য ভিসার কাজ শুরু হতে যাচ্ছে। সেটা হবে ব্যাংককে, সঙ্গে মিজান নিজেও যাবেন বলে নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM