বহদ্দারহাটে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় পরপর চার থেকে পাঁচটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

- Advertisement -

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

- Advertisement -google news follower

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়।

মো. মোহামিনুল ইসলাম কানন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বহদ্দারহাট থেকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের ফুলকি রাস্তায় পড়ছে। আমি খুব কাছাকাছি ছিলাম, দৌড় দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি।’

- Advertisement -islamibank

জানা গেছে, আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। একাধিক খুঁটিতে হঠাৎ আগুন দেখা গেছে। স্থানীয়রা এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, ‘বহদ্দারহাট থেকে শুলকবহর যাওয়ার পথে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বলা হয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত হয়নি।’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM