মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় মিরসরাই উপজেলার ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বুধবার সকাল ৮ টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে নিশ্চিত করছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টট মাহফুজা জেরিন।
জানা গেছে, বুধবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীরা। অপরদিকে সকাল ১১টায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে আরেকটি গ্রুপ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। উভয় পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের এমন সিদ্ধান্ত।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, ‘জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে আজ সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৪৪ ধারা জারি অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘এই সময়ে সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণ জমায়েত ও ৫ অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা আয়োজনসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।’
জেএন/এমআর