কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়া প্রবাসীর

প্রবাসী ডেস্ক :

কাতারের লুসাইল হাইওয়েতে দুটি রেসিং বাইকের সংঘর্ষে রাঙ্গুনিয়া প্রবাসী তরুণ মুহাম্মদ মহসিন (২৫)’র মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার রাত তিনটার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ বর্তমানে কাতারের হামাদ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানা গেছে।

- Advertisement -google news follower

নিহত মুহাম্মদ মহসিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নস্থ তাজ মুহাম্মদ পাড়া এলাকার বাসিন্দা। তার পরিবারে ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি মেঝো সন্তান।

বিষয়টি নিশ্চিত করে নিহত প্রবাসীর বড়ভাই মো. হোসেন জানান, ৭ বছর আগে জীবিকার জন্য কাতারে গিয়েছিলেন মুহাম্মদ মুহসিন। সেখানে ডোমিনোস পিজ্জাতে কর্মরত ছিলেন।

- Advertisement -islamibank

গতকাল বুধবার সকালে তাঁর ড্রাইভিং টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই পরপারে পাড়ি জমালেন তিনি। শীঘ্রই তার লাশ দেশে আনার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান তার কাতার প্রবাসীর ভাই হোসেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM