পাঁচলাইশে টাকা ও স্বর্ণ নিয়ে পালানো গৃহকর্মী গ্রেপ্তার, ১১ লাখ টাকা উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকা এক ব্যবসায়ীর বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া সে গৃহকর্মী মোছা: জান্নাত (২৮)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

- Advertisement -

গত মঙ্গলবার (২৫ মার্চ) নগরীর শুলকবহর ওয়াপদা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানার কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ায় তার বসতঘরে অভিযান চালিয়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, পাঁচলাইশ আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী আহমদ নাসিমুল হুদার স্ত্রীর চিকিৎসার জন্য স্বপরিবারে ভারতে যায় গত ১১ মার্চ। প্রায় ১২দিন পর ২৩ মার্চ দুপুরে তারা ভারত থেকে বাসায় ফিরে দেখেন তার বেডরুমের স্টিলের লকার খোলা এবং লকারে রাখা স্বর্ণালংকার ও নগদ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এরপর গৃহকর্মী জান্নাতও আত্মগোপনে চলে যান।

পরে এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেন ব্যবসায়ী নাসিমুল হুদা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। পরে গোপন সোর্সের খবরে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার নগরীর শুলকবহর ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মীকে গ্রেপ্তার ও তার দেওয়া তথ্যমতে গ্রামের বাড়ি থেকে চুরি হওয়া নগদ ১১ লক্ষ টাকা উদ্ধার করে টিম পাঁচলাইশ।

- Advertisement -islamibank

এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল হোসেন বলেন, গ্রেপ্তারের পর গৃহকর্মী জান্নাত স্বীকার করেছে যে, সে মালিকের বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM