পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে করে সকল শ্রমিকের বেতন যৌক্তিক হারে বাড়বে। ৩, ৪, ৫ নম্বরের সাথে সমন্বয় হবে ১ ও ২ নং গ্রেডের।
শ্রমিকদের জন্য ঘোষিত মজুরির কয়েকটি গ্রেডে বেতন আশানুরূপ বৃদ্ধি না পাওয়ায় শ্রমিক বিক্ষোভে পোশাকখাতে উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট সবার ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের স্বার্থে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডে মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মজুরি সমন্বয় হলে প্রতিটি গ্রেডেই যৌক্তিক হারে মজুরি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, নতুন মজুরি কাঠামো অনুযায়ী প্রতিশ্রুত মজুরি প্রদান এবং মজুরি কাঠামো পরিবর্তনের দাবিতে কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কাজ বন্ধ রেখে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা।