যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। লাইলাতুল কদরের রাত ঘিরে রাজধানীর প্রতিটি মসজিদে মুসল্লিদের ভিড় বেড়েছে। আল্লাহর রহমত ও বরকতের প্রত্যাশায় রাতভর ইবাদতের জন্য মসজিদে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকেই বায়তুল মোকাররম, ইস্কাটন মসজিদ, বেইলি রোড, পুরান ঢাকার বেশ কয়েকটি মসজিদে এমন চিত্র দেখা গেছে। কেউ দলবেঁধে কেউবা বাবা বা সন্তানের হাত ধরে মসজিদে যাচ্ছেন। গভীর রাত পর্যন্ত মুসল্লিদের ইবাদত করতে দেখা গেছে।
রাজধানীর ধানমন্ডির জামে মসজিদে রাতে মুসল্লিদের তিল ধরার ঠাঁই ছিল না। মসজিদে-মসজিদে মোনাজাতে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে। এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।
তারাবি সালাতের সময় রায়ের বাজার জামে মসজিদে ছেলেকে নিয়ে আসেন শরিফুল ইসলাম। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। সেই রাতে আল্লাহর কাছে নিজের ভুল ও গুনাহ মাফের জন্য ক্ষমা চাইব। একই সঙ্গে আল্লাহর কাছে রহমত-বরকত চাইব।
ধানমন্ডির আরেক বাসিন্দা সোহেল রানা বলেন, একা নয় প্রতিবেশী এবং আশপাশের আত্মীয় স্বজন সবাই মাগরিবের নামাজ শেষ করেই কদরের রাতের নামাজের জন্য এখানে আসেন। সবাই আল্লাহর রহমত আদায়ে ইবাদত করতে চান।
আরেক মুসল্লি মিনহাজুল হক বলেন, এই রাত মুসলমানদের জন্য বিশেষ রাত। রোজার মাস থেকে শুরু করে পুরো জীবনের সব ভুল ত্রুটির জন্য মাফ চাইতে এই রাতকেই বেছে নেন মুসলমানরা।
জেএন/এমআর