বাড়ির সেপটিক ট্যাংকেই মিলল পিতার লাশ

ছেলের হাতেই খুন,নাকি অন্য রহস্য?

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গৃহকর্তা নুরুল হক (৫০)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

গতকাল শুক্রবার মরদেহটি উদ্ধারের পর এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও, এ রিপোর্ট লেখা পর্যন্ত এ হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচন হয়নি।

- Advertisement -google news follower

জানা গেছে, পেশায় স্ক্র্যাপ ব্যবসায়ী নুরুল হক ওই ওয়ার্ডের কোরবান আলীর বাড়ির বাসিন্দা ছিলেন। গেল ৪দিন আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শুক্রবার সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্বজনরা সেপটিক ট্যাংকের ডাকনা তুলতেই মরদেহটি দেখতে পায় এবং থানায় খবর দেওয়া হয়। পরে বিকেলের দিকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

- Advertisement -islamibank

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি প্রতিবেশিদের বরাত দিয়ে আরও জানান,নুরুল হকের সঙ্গে তার ছেলে বাবলুর পারিবারিক কলহ চলছিল। দুই মাস আগেও বাবলু তার বাবা–মাকে মারধর করেছিল, যা নিয়ে ইউনিয়ন পরিষদে বিচার হয়েছিল।

এবিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে চেষ্টা করছে টিম পটিয়া।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM