ঈদ কবে, জানা যাবে আজ!

ধর্ম ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে আজ শনিবার (২৯ মার্চ) চাঁদ দেখা গেলে রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দেখা না গেলে সোমবার (৩১ মার্চ) ঈদ হবে। ফলে আজই নিশ্চিত হচ্ছে কবে ঈদ।

- Advertisement -

এদিকে যুগ যুগ ধরে বাংলাদেশে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে ঈদের চাঁদ দেখায় যায়। ফলে বাংলাদেশে কবে ঈদ হতে পারে সেটা আজই অনেকটা নিশ্চিত হতে পারে।

- Advertisement -google news follower

এদিকে আজ সূর্যাস্তের পরে শাওয়াল চাঁদ দেখা অসম্ভব বলে জানিয়েছে আমিরাতের জ্যোতির্বিদ এবং এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি অনুমান করছে, রমজান ৩০ দিনে সম্পন্ন হবে, রোববার (৩০ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ দিন। ফলস্বরূপ, ঈদুল ফিতর সোমবার (৩১ মার্চ) পড়ার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -islamibank

চন্দ্র মাসের হিসাব অনুযায়ী, শনিবার ২৯ রমজান। সে অনুযায়ী, ওইদিন চাঁদ দেখা গেলে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।

যদি শনিবার চাঁদ দেখা না যায় তাহলে ৩০ রোজা পূর্ণ করে সোমবার ঈদুল ফিতর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM