চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের খান হাট বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি মো. এরশাদ (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এরশাদ একই ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের উত্তর হরিণা চৌধুরী পাড়ার মৃত কায়কোবাদ চৌধুরীর ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে গ্রেপ্তার এরশাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার এরশাদকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়।
জেএন/পিআর