১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আগামী ১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) অনুষ্ঠিত হবে।

- Advertisement -

রোববার (১৩ জানুয়ারি) সকালে সদরঘাটে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল মিলনায়তনে অবহিতকরণ সভায় এ কথা জানানো হয়।

- Advertisement -google news follower

সভায় জানানো হয়, রোববার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ৪১টি ওয়ার্ডে স্থায়ী/অস্থায়ী ১২৮৮টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৮০ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৩০ হাজার শিশুকে ১টি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চসিক শিক্ষা, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শফিকুল ইসলাম, চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী।

- Advertisement -islamibank

বক্তব্য রাখেন ঢাকা শিশু হাসপাতালের সহকারী প্রফেসর ডা. রিজোয়ানুল আহম্মদ, চসিক মেমন হাসপাতালের ইনচার্জ ডা. আশীষ কুমার মুখার্জী, জোনাল মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন রানা, ডা. সুমন তালুকদার, ডা. মুজিবুল আলম চৌধুরী, ডা. রফিকুল ইসলাম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সরওয়ার আলম।

সভায় চসিক জোনাল মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন। সভা সঞ্চালনায় ছিলেন চসিক জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্ত্তী।

সভায় ডাক্তার, টিকাদানকর্মী, স্বাস্থ্য সহকারী, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM