সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবে শিশুসহ নিহত ৫

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুইজন নারী ও তিনজন শিশু নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী বৌলাই নদীতে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় একজন শিশু মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা জামালগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বৌলাই নদীতে নৌকাটি ডুবে যায়। এতে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM