কর্ণফুলী নদী থেকে অচেনা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সদরঘাট নৌ থানার আওতাধীন কর্ণফুলী নদী থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী অচেনা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

গতকাল শনিবার (২৯ মার্চ) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।

- Advertisement -google news follower

উদ্ধারকৃত মরদেহের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং কালো, মাথার পেছনে কালো চুল রয়েছে। মরদেহে পচন ধরার কারণে মুখমণ্ডল ফুলে গেছে এবং চামড়া উঠে গেছে। কপালের চামড়াও পঁচে গেছে।

এছাড়া, ডান চোখ বাইরে বেরিয়ে এসেছে, বাম চোখ বন্ধ রয়েছে, এবং জিহ্বা মুখের বাইরে বেরিয়ে গেছে।

- Advertisement -islamibank

ঠোঁটসহ গলার চামড়ায় পঁচন ধরেছে। কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত শরীরের বিভিন্ন অংশে পচন লক্ষ্য করা গেছে। বুক, পেট ও পিঠের চামড়াও উঠে গেছে।

পুলিশ জানিয়েছে, সদরঘাট থানাধীন আসাম বেঙ্গল ঘাটের জেটি ও ওটি মিক মাহি জাহাজের মধ্যবর্তী স্থানে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন।

পরে সদরঘাট নৌ থানার এসআই বিকাশ সাহা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, মরদেহের সারা শরীরে পচন ধরার কারণে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।

মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানান সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM