সরকারের সুপরিকল্পনা ছিল বলেই এবার ঈদযাত্রা স্বস্তির হয়েছে

অনলাইন ডেস্ক

সরকারের সুপরিকল্পনা ছিল বলেই এবার ঈদযাত্রা স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

- Advertisement -

তিনি বলেন, কোনো কিছুই অপরিকল্পিতভাবে হয় না। এবারের ঈদযাত্রা যে স্বস্তির হয়েছে সেজন্য সরকারের সুপরিকল্পনা ছিল।

- Advertisement -google news follower

রোববার (৩০ মার্চ) সকালে গাবতলীয় আন্তঃজেলা বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, ঈদযাত্রায় যে ভোগান্তি হয় তার কারণ আছে। সেসব চিহ্নিত করে আমরা এবার সবাই মিলে সমন্বিতভাবে কাজ করেছি। ছুটি এবার দীর্ঘ, এটা একটা কারণ হলেও এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার প্রধান কারণ আমরা এবার সরকার হিসেবে কাজ করেছি।

- Advertisement -islamibank

তিনি বলেন, এবার আমাকে ড. ইউনূস বলেছেন যে, ঈদের সময় মানুষের বাড়ি যেতে খুব কষ্ট হয়। এবার একটু দেখো যে, এবার মানুষের কষ্ট কমানো যায় কি না। একটা কারণ। দ্বিতীয়ত, আমরা এবার সরকার হিসেবে কাজ করেছি। আগে একসময় সড়ক সড়কের কাজ করতো, রেল রেলের, পুলিশ পুলিশের কাজ করতো। সবাই আলাদা আলাদা কাজ করতো। এবার আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি। এবার তো পুলিশ অসাধারণ কাজ করেছে। আমরা কিন্তু বারবার বলেছি যেভাবেই হোক এবার ভোগান্তি কমাতে হবে। সবাই চেষ্টা করেছে।

‘আমরা সড়ক পরিবহন মালিক শ্রমিকদের বলেছি আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু ভাই মানুষের হয়রানি, ভোগান্তি কমাতে সরকারকে সহযোগিতা করতে হবে। ভাড়া যাতে বেশি না নেওয়া হয়, চালকরা যেন ভালোভাবে গাড়ি চালায়। আমরা সে সহযোগিতা এবার পেয়েছি। শুধু সড়ক ও পরিবহন বিভাগের পক্ষ থেকে এককভাবে ঈদযাত্রা সহজ করা সম্ভব না।’

সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, মাঠে নামতে হবে। আমি কিন্তু মাঠেই আছি। সচিবরা মাঠে আছেন। মাঠে দেখে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, রেলওয়ে স্টেশন সব দেখেছি। সচিবসহ কর্মকর্তারাও দেখছেন। আমরা কিন্তু মাঠে ছিলাম বলেই সায়েদাবাদকে ক্লিন করেছি। ওটা তো নোংরা ছিল। সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরকে বলে পরিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, সব দপ্তর যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন পরিকল্পনা না করি তাহলে আশা করি ফিরতি যাত্রাও হবে আরামদায়ক।

ঈদের ছুটিতে ফিরতি যাত্রায় অব্যবস্থাপনা থাকে, দুর্ঘটনা বেশি ঘটে। এবার কেমন আশা করছেন? ভালো কিছু পরিকল্পনা কি এবার ফিরতি যাত্রায় আছে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা আশা করছি এমন কিছু ঘটবে না। ফিরতি যাত্রাও খুব ভালো হবে ইনশাল্লাহ। হাইওয়ে পুলিশ, বিআরটিএ, র‌্যাব পুলিশ, সেনাবাহিনী আছে। সরকারের জন্য কাজ করা সহজ। সেটা হচ্ছে দেশের নাগরিকের প্রতি সৎ ও সহানুভূতিশীল থাকা। আমরা সেটাই করার চেষ্টা করছি।

গুলিস্তান ও সায়েদাবাদকেন্দ্রিক ভোগান্তি এখনো রয়ে গেছে। এ ব্যাপারে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এখানে বড় সমস্যা ফুটপাত মার্কেট। আমরা একাধিকবার হকারদের নিয়ে বসছি। আশা করছি সমাধান হয়ে যাবে।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, আমার ৩৪ বছরের অভিজ্ঞতায় এবারই প্রথম যানজট ও চাঁদামুক্ত পরিবেশে আরাম আয়েশে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। এটা সম্ভব হয়েছে মন্ত্রণালয়ের কার্যক্রম ও মনিটরিংয়ের কারণে। তবে সবার ঐকান্তিক সহযোগিতা ছিল।

তিনি বলেন, আমরা সবাই পরিশ্রম করছি। শুধু ঢাকা নয়, সব জায়গাতেই চাঁদাবাজ ও যানজট খুঁজে পাবেন না। জেলার ডিসি এসপিরা শ্রম দিয়েছেন। কয়েকদিনের নিরলস পরিশ্রমের ফসল এই স্বস্তির ঈদযাত্রা।

বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ব্যাপারে জানতে চাইলে সাইফুল আলম বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের উপস্থিতিতে অভিযান চালানো হয়, একজন যাত্রীর কাছেও বাড়তি ভাড়া নেওয়া দেখাতে পারবেন না। আমরা পরিষ্কার করে বলছি, কোনো বাস কাউন্টার বাড়তি ভাড়া নিয়েছে এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা ব্যবস্থা নেবো।

এসময় উপস্থিত ছিলেন— সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীনসহ অন্যান্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিআরটিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM